গাইবান্ধায় করোনা প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে দি হাঙ্গার প্রজেক্ট
কাজী নজরুল ইসলাম সেলিম;
কোভিড-১৯ প্রতিরোধের অন্যতম উপায় হচ্ছে টিকা গ্রহন। টিকা গ্রহনের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে কোভিড-১৯ প্রতিরোধ করা যায়। তবে একজনও কোভিড-১৯ টিকা থেকে বাদ ও বঞ্চিত না হয়। টিকা গ্রহণ ও স্বাস্থবিধি মানার ব্যাপারে জনসাধারণ কে উৎসাহিত করার জন্য লোক সংগীত।
এই লোক সংগীত পরিবেশন করে নগরী, শহর, গ্রাম-গঞ্জে, পথে-ঘাটে সচেতনতা গড়ে তুলতে দি হাঙ্গার প্রজেক্ট কাজ করে যাচ্ছে। ছন্দের তালে ও লোক সংগীতের মাধ্যমে কোভিড-১৯ প্রতিরোধ, ঝুকি নিরূপন, যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকার বার্তা চালাচ্ছে সংশ্লিষ্ট এনজিও দি হাঙ্গার প্রজেক্ট।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্ল্যাপুর, সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও সদরে চলছে কোভিড-১৯ প্রতিরোধে টিকার বার্তার প্রচার। সার্বিক সহযোগিতায় শিশুদের স্বাস্থ্য উন্নয়ন ও কল্যানে জাতিসংঘ জরুরি শিশু তহবিল ইউনিসেফ (Unaided Nations International Children’s Emergency Fund)। বাস্তবায়নে দি হাঙ্গার প্রজেক্ট।
ইউনিসেফ বাংলাদেশে ১৯৫২ সাল থেকে কাজ করে আসছে। ইউনিসেফ সবসময় বাংলাদেশকে সহযোগিতা করে থাকে। ইউনিসেফ বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রদানকারী। এছাড়াও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি, নিরাপদ পানি ও পয়ঃনিস্কাষণ, মানসম্পন্ন শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি এবং সহিংসতা ও নির্যাতন থেকে শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষায বিশেষ ভূমিকা পালন করে। ইউনিসেফ সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, কোভিড-১৯ রোগটি প্রাদুর্ভাব প্রথমে ২০১৯ সালে ডিসেম্বর মাসে চীনের হুপেই প্রদেশে উহান নগরীতে চিহৃিত করা হয়। পরবর্তীতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ ২০২০ ইং সালের ১১ই মার্চে একটি বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে।
এ বিষয়ে ‘দি হাঙ্গার প্রজেক্ট গাইবান্ধার দায়িত্বরত ইনফরমেশন সার্ভিস প্রভাইডার’ (আইএসপি) সোয়াইবুর রহমান সজিব এন এ এন টিভির প্রতিবেদককে বলেন, লোকগান পরিবেশন করে কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা বার্তা পৌঁছে দিতে কাজ করছে ‘দি হাঙ্গার প্রজেক্ট’।
তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতার জন্য গাইবান্ধা জেলার ৭ টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ও স্বাস্থ্য বিধি মেনে চলাচল জরতে জনসচেতনতা জন্য গাইবান্ধা জেলায় মোট ৩০টি অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সচেতনতা করার কাজ চলমান।
এর আগে সকল উপজেলায় অবহিত করন সভা, উঠান বৈঠক, ধর্মীয় নেতাদের কর্মশালা,স্কুল ক্যাম্পেইন, টাউন হল মিটিং সহ বেশ কিছু কার্যক্রম সফল ভাবে সম্পন্ন হয়েছে।’

