গাইবান্ধায় ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা, বিক্ষোভ
গাইবান্ধা প্রতিনিধি;
গাইবান্ধার সদর উপজেলায় নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুর রউফকে পিটিয়ে হত্যার ঘটনায় দফায় দফায় বিক্ষোভ করছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তাপ ছড়িয়ে পড়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করছে বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা।
শনিবার (১৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত গাইবান্ধা-সুন্দরগগঞ্জ আঞ্চলিক মহাসড়কের লক্ষ্মীপুর বাজার এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করে তারা। এসময় বিক্ষোভকারীরা সড়কে গাছের গুড়ি ও ডালপালা ফেলে রাস্তা বন্ধ করে দেয়। ফলে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
নিহত আব্দুর রউফ লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর মাগুরাকুটি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। এছাড়াও তিনি লক্ষ্মীপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক, পাশাপাশি সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সাধারণ সদস্য পদে নির্বাচিত হন।
মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুর রউফ এলাকায় একজন ভালো মানুষ ছিলেন। এ ক্ষতি অপূরণীয়। হত্যায় জড়িতদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান তারা।
গাইবান্ধা সদর থানার ওসি মো. মাসুদ রানা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিক্ষার্থীসহ স্থানীয়দের শান্ত করাসহ চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ। সেই সাথে জড়িতদের আটকের পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে লক্ষীপুর বাজার থেকে বাসায় ফেরার পথে গোবিন্দরপুর মসজিদ সংলগ্ন এলাকায় নব নির্বাচিত ইউপি সদস্য আব্দুল রউফকে (৪৩) হত্যা করে দুর্বৃত্তরা।
লক্ষীপুর বাজার থেকে রুহুল আমিন নামে এক ব্যক্তির সাথে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশে রওনা দেয় রউফ। রাস্তায় ব্রিজের কাজ চলায় মোটরসাইকেল থেকে নেমে হেঁটে পার হওয়ার সময় আরিফ নামে এক যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা রাতেই অভিযুক্ত আরিফের বাড়িতে আগুন জালিয়ে দেয়।

