গাইবান্ধায় ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ ভ্যাক্সিনেশন টিকা কার্যক্রমের উদ্বোধন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২৩ AM, ০৭ অগাস্ট ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ফুলবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার সকালে ইউনিয়ন পর্যায়ে ভার্চুয়ালি কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এ উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মেহেদী হাসান, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, এমপি মহোদয়ের পিএ খায়রুল আলমসহ সকল ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :