গাইবান্ধায় ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ ভ্যাক্সিনেশন টিকা কার্যক্রমের উদ্বোধন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ফুলবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার সকালে ইউনিয়ন পর্যায়ে ভার্চুয়ালি কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মেহেদী হাসান, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, এমপি মহোদয়ের পিএ খায়রুল আলমসহ সকল ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

