গাইবান্ধায় আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
আঃ খালেক মন্ডল:
গাইবান্ধার সাত উপজেলায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা ইতিমধ্যে পুরোদমে ধান কাটা শুরু করেছে। বাজারে ধানের মূল্য ভালো হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সুত্রে জানা গেছে, এবারে জেলায় আমন রােপা ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২৯ হাজার ৫শ’ হেক্টর জমি। সেখান চাষ হয়েছে ১ লাখ ২৯ হাজার ৬৯৯ হেক্টর।
এরমেধ্য হাইব্রিড ৪ হাজার ২২ হেক্টর, উফশি ১ লাখ ২০ হাজার ৯৭০ হেক্টর এবং স্থানীয় ৪ হাজার ৭০৭ হেক্টর।
এবার আমন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ লাখ ৮৮ হাজার ৫শ’ মে. টন।
এ ব্যাপারে জেলা কষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক জানান, এবার জেলায় ৪ লাখ ২ হাজার ৬৪৬ মে. টন চাল উৎপাদন হবে আশা করা হচ্ছে।

