গাইবান্ধায় আদিবাসী যুবদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
গাইবান্ধা প্রতিনিধি;
গাইবান্ধায় আদিবাসী যুবদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদাবাজার এলাকায় আদমপুর মিশন মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইউএনডিপি মানবাধিকার কর্মসূচি, সুইজারল্যান্ড ও সুইডেন দূতাবাসের সহযোগিতায় বেসরকারি সংস্থা অবলম্বন এ প্রশিক্ষণের আয়োজন করে।
দিনব্যাপী প্রশিক্ষণে গোবিন্দগঞ্জের ছয় ইউনিয়নের ৮০ জন এবং দিনাজপুর জেলার দুই ইউনিয়নের ২০ জন সহ একশ’ আদিবাসী যুব নারী-পুরুষ অংশগ্রহণ করে। এতে মূল আলোচক ছিলেন ইউএনডিপি হিউম্যান রাইটস্ প্রোগ্রামের মানরিটি এক্সপার্ট শংকর পাল।
প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, অবলম্বণের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী। প্রশিক্ষণের অন্যান্য সেশন পরিচালনা করেন ইউএনডিপি হিউম্যান রাইটস্ প্রোগ্রামের মনিটরিং এন্ড ইভ্যুলেশন এক্সপার্ট মোল্লা সাইদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন অবলম্বনের প্রজেক্ট কোর্ডিনেটর সহিদুল ইসলাম, প্রজেক্ট অফিসার মাজেদুর ইসলাম, সখি রাণী পাহাড়ী, কৃষ্ণা রবিদাস প্রমুখ।

