গাইবান্ধায় আগ্নেয়াস্ত্র সহ ডাকাত গ্রেপ্তার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:২৭ PM, ১৪ জুন ২০২২

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

গাইবান্ধায় আগ্নেয়াস্ত্র সহ শৈলাশ প্রধান (৪৬) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৪ জুন) দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১২টি মামলার পলাতক আসামী ডাকাত শৈলাশকে বগুড়ার সোনাতলা থানাধীন পাকুল্লা ইউনিয়নের পূর্ব সুজায়েতপুর চর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার দেয়া তথ্য মতে নিজ বাড়ীর শয়ন ঘরের বক্স খাটের নিচ থেকে একরাউন্ড গুলি সহ ১টি বিদেশী পিস্তল উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামী গাইবান্ধা সদরের সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত: রাধা চরনের ছেলা।

তার বিরুদ্ধে ৩টি হত্যা মামলা, ৩টি ডাকাতি, ১টি চাঁদাবাজি, ৪টি চুরি ও ১টি অস্ত্র মামলা সহ মোট ১২টি মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, ১০ থেকে ১৫ বছর আগে সে এই অস্ত্রটি ক্রয় করেছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল আবু লায়েছ মো: ইলিয়াস জিকু, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, তদন্ত অফিসার ওয়াহেদুল ইসলাম, ইন্সপেক্টর আফজাল হোসেন, এস,আই আমিনুর সহ অনেকে।

আপনার মতামত লিখুন :