গাইবান্ধায় অবৈধ পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
গাইবান্ধা প্রতিনিধি;
গাইবান্ধায় অবৈধ ক্লিনিক ও প্যাথলজির বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় অনিবন্ধিত ৫টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।
সোমবার (২৯ আগস্ট) বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন আ খ ম আখতারুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে অনুমোদিত কাগজপত্র না থাকায় জেলা হাসপাতাল রোডের আধুনিক ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, পদ্মা ডায়াগনস্টিক সেন্টার, ইসলাম ডায়াগনস্টিক সেন্টার, মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও মণ্ডল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।
সিভিল সার্জন আখতারুজ্জামান জানান, গাইবান্ধায় বেশ কয়েকটি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে চিহ্নিত করে অভিযান পরিচালানা করা হচ্ছে। এর মধ্যে ইতিমধ্যেই ৫টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।
সম্প্রতি সারা দেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে তিন দিনের সময় বেঁধে দেয় স্বাস্থ্য অধিদফতর। ওই নির্দেশ অনুযায়ী গাইবান্ধায় হাসপাতাল রোডসহ শহরের বিভিন্ন স্থানে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।

