গাইবান্ধায় অবৈধভাবে মাটি পরিবহনের অভিযোগে ৩টি ড্রাম ট্রাক ও ৩টি ট্রাক্টর জব্দ
গাইবান্ধা প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে অরক্ষিত অবস্থায় পরিবহন ও রাস্তাঘাটের ক্ষতিসাধনসহ বিভিন্ন অপরাধে ৩টি ট্রাক ও ৩টি ট্রাক্টর জব্দ করেছে প্রশাসন।
শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটক করে প্রশাসন। এসব ট্রাক জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান জানান, উপজেলার বিভিন্ন এলাকায় প্রায়ই কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগ আসছিল। এসব অভিযোগের ভিত্তিতে বিভিন্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাটি ভর্তি ৩টি ড্রাম ট্রাক ও ৩টি ট্রাক্টর জব্দ করা হয়।
তিনি আরো জানান, ঘটনাস্থলে সরাসরি কাউকে না পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়নি। জব্দ ট্রাকগুলো সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে রাখা হয়েছে।

