গাইবান্ধায় অচেনা প্রাণীর আক্রমণে আহত ৪০

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৩২ PM, ২৭ মে ২০২২

Spread the love

গাইবান্ধা প্রনিধি;

গাইবান্ধা পৌর শহরের কলেজপাড়ায় অচেনা এক প্রাণীর আক্রমণে শিশু ও নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহত সবাই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার (২৭ মে) ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত পৌর শহরের কলেজপাড়ায় আক্রমণ চালায় প্রাণীটি। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরেছেন। আহত সকলে কলেজপাড়া এলাকার বাসিন্দা।

আহতরা জানায়, শুক্রবার ভোর ৬টার দিকে কলেজপাড়া জামে মসজিদ এলাকায় হঠাৎ করে অচেনা এক প্রাণী আশপাশে থাকা লোকজনসহ পথচারীর উপর আক্রমণ চালায়। এ সময় প্রাণীটির আক্রমণে শিশু, নারী, মুসল্লি, শিক্ষক, রিকশাচালক ও জেলেসহ বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত ৪০ জন আহত হন।

আহতদের ভাষ্যমতে, প্রাণীটি দেখতে কিছুটা কুকুর আকৃতির। গায়ের রং সাদা-লাল। শরীরে এক ধরনের ডোরাকাটা দাগ রয়েছে। লেজ আকারে বড় ও মোটা বলে জানিয়েছেন আহতরা।

স্থানীয়রা বলছেন, শহরে কলেজপাড়া, গোড়স্থান মোড়, স্টেডিয়াম ও রেললাইন এলাকায় আগে থেকেই কুকুর ও খেঁকশিয়ালের উপদ্রব ছিল। মাঝে মধ্যেই এসব প্রাণী হিংস্র আচরণ করে। শুক্রবার সকালে হঠাৎ করে কুকুর আকৃতির একটি প্রাণী কয়েক দফায় স্থানীয় লোকজনের উপর আক্রমণ করে। এই হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচতে তাদের নিধনের দাবি জানিয়েছেন তারা।

আহতদের মধ্যে কলেজপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল মজিদ একজন। তিনি বলেন, জানান, সকালে মর্নিংওয়াক করতে বাসা থেকে বের হই। বাসার অদূরে যেতেই হিংস্র প্রাণীটি আক্রমণ করে বসে। হঠাৎ বাম পায়ের হাঁটুর নিচে পরপর কয়েকটি কামড় দেয়।

প্রাণীর আক্রমণের শিকার সম্ভু সরকার বলেন, সকালে বাড়ির সামনে বের হচ্ছি। হুট করে প্রাণীটা পায়ে কামড় দেয়। পরে প্রচুর রক্ত পড়ে। হাসপাতালে গিয়ে ভ্যাকসিন আর চিকিৎসা নিয়েছি।

এদিকে অচেনা প্রাণীর আক্রমণের ঘটনার পর কলেজপাড়া ছাড়াও আতঙ্ক ছড়িয়েছে প্রফেসর কলোনী, গোড়স্থান মোড়, পুলিশ লাইন্স ও আদর্শপাড়া এলাকায়। বর্তমানে স্থানীয় এলাকার বাসিন্দারা আক্রমণ ভয়ে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধারা ঘরের বাইরে বের হচ্ছেন না।

আহতদের চিকিৎসার বিষয়ে কথা হয় গাইবান্ধা সদর হাসপাতালের মেডিকেল অফিসার শমিষঁঠা রানী বর্মণের সঙ্গে।

তিনি বলেন, সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত প্রাণীর আক্রমণে আহত হয়ে ৩৫ থেকে ৪০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের জলাতঙ্ক ভ্যাকসিনসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আহতদের ভাষ্য ও তাদের শরীরের ক্ষত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিংস্র প্রকৃতির কুকুর এই আক্রমণ চালিয়েছে।

এ ব্যাপারে গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান বলেন, পাগলা কুকুরের আক্রমণে পৌরসভার কলেজপাড়া এলাকার কয়েকজন আহত হয়েছেন। কুকুরটিকে শনাক্তের চেষ্টা চলছে। তাছাড়া আহতদের জলাতঙ্ক ভ্যাকসিন নিশ্চিত করা হয়েছে।

এর আগে, গত বছরের অক্টোবরে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কয়েকটি গ্রামে অচেনা প্রাণীর উপদ্রব দেখা দেয়। সেই প্রাণীটির আক্রমণে একজন নিহতসহ আহত হন ৩০ জন। পরে প্রাণীটি শনাক্তে মাঠে নামে বন বিভাগ। প্রায় পনের দিন পর বন বিভাগ ও ঢাকার বিশেষজ্ঞ দল নিশ্চিত করেন প্রাণীটি ছিল খেঁকশিয়াল।

আপনার মতামত লিখুন :