গাইবান্ধার সাঘাটা-ফুলছড়ি এলাকায় বিএনপির হাল ধরতে চান সমাজ সেবক নাজেমুল ইসলাম নয়ন
গাইবান্ধা প্রতিনিধি;
আগামী দিনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরতে চান বিশিষ্ঠ্য সমাজসেবক, তরুন উদ্যোক্তা, উদীয়মান শিল্পপতি, গাইবান্ধা জেলা বিএনপির সম্মানিত সদস্য, সাঘাটা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি, বর্তমান আহবায়ক কমিটির সদস্য তৃনমূল নেতাকর্মীর কাছে প্রিয়মুখ সদা হাস্যোজ্জ্বল ও গরীব দুখী মেহনতি মানুষের বন্ধু অ্যাড. নাজেমুল ইসলাম নয়ন।
তিনি সাঘাটা উপজেলার কঁচুয়া ইউনিয়নের চন্দন পাট গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার বাবা আব্দুল্ল্যাহ প্রধান অত্র কঁচুয়া ইউনিয়নের চেয়ারম্যাান ছিলেন এবং বিএনপি ঘরনার আদর্শবান ব্যক্তি।
নাজেমুল ইসলাম নয়ন বলেন, তিনি কোন হাইব্রিড বিএনপি না তার পরিবার আত্মীয়স্বজন অনেক আগে থেকে জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী।তিনি দলের নেতাকর্মী ও এলাকাবাসী দোয়া সহযোগিতা কামনা করেছেন।

