গাইবান্ধার বাদিয়াখালী রেল স্টেশনে দোলনচাঁপা ট্রেনের যাত্রা বিরতিতে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল
গাইবান্ধা প্রতিনিধি;
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী রেল স্টেশনে দাবিতে অত্র এলাকার জনগণ দীর্ঘদিন থেকে আন্দোলন চালিয়ে আসছে। এরই পরিপ্রেক্ষিতে মাননীয় রেলমন্ত্রী পরীক্ষামূলক যাত্রা বিরতী আদেশ প্রদান করেছেন, যা প্রক্রিয়াধীন রয়েছে।
আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটি ১ অক্টোবর শনিবার সুধী সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করে। আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক কাজী আব্দুল খালেকের সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন, নাগরিক মঞ্চের আহবায়ক ও গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবীর তনু, সমাজকর্মী গোলাম রব্বানী মুসা, আহাদুজ্জামান রিমু, অ্যাড. মোহাম্মদ আলী প্রামানিক, অ্যাড. ফারুক কবীর, দলিত নেতা খিলন রবিদাস, স্থানীয় নাগরিক নেতা সাইফুল ইসলাম রুবেল, আবুল কালাম, আব্দুল মান্নান, আবুল কালাম আজাদ, মোতালেব হোসেন প্রমুখ।
বক্তরা বলেন যে, বাদিয়াখালি রেল স্টেশনটি গাইবান্ধা শহর থেকে ১২ কি.মি দূরে অবস্থিত। স্টেশনটি অনেক পুরাতন। ব্যবসা-বাণিজ্য, লেখাপড়া, চিকিৎসা, খেলাধুলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রয়োজনে এলাকার ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে জেলা শহরসহ নানা জায়গায় যেতে হয়। কিন্তু ট্রেনের বিরতি না থাকায় এলাকার গুরুত্বপূর্ণ কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যাত্রা বিরতিতে অত্র এলাকার জনগণের অনেক উপকার হবে।
মাননীয় রেলমন্ত্রীর এই যাত্রা বিরতির আদেশে জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সাথে বর্তমান জেলা প্রশাসক মহোদয় যাত্রা বিরতিতে সুপারিশ এবং বিভিন্ন গণমাধ্যম অত্র এলাকার জনগণের পক্ষে সংবাদ পরিবেশন করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। সমাবেশ শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

