গাইবান্ধায় দোলনচাঁপা ট্রেন যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি;
গাইবান্ধার বাদিয়াখালী রেল স্টেশনে দোলনচাঁপা ট্রেন যাত্রা বিরতির দাবিতে বাদিয়াখালী প্লাটফর্মে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৬ জুলাই) কাজী আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাড.সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবীর তনু, মানবাধিকার কর্মী অঞ্জলি রানী দেবী, গাইবান্ধা আদিবাসী বাঙ্গালি সংহতি পরিষদ আহবায়ক গোলাম রব্বানী মুসা, ওয়ার্কাস পার্টি (মার্কসবাদী নেতা) মৃনাল কান্তি বর্মন, এ্যাড. কুশলাশীষ চক্রবর্ত্তী সাগর, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মন্ডল, আমেনা সুলতানা, খিলন রবিদাস, হোসাইন আহমেদ ও আনার আলী প্রমূখ।
বক্তাগণ অবিলম্বে দোলনচাঁপা আন্তঃনগর ট্রেনের বাদিয়াখালী স্টেশনে যাত্রা বিরতির দাবি পূরনে রেল কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
তারা দাবি করেন দোলনচাঁপা ট্রেনের বিরতি হলে এলাকা বাসীর উন্নয়ন ও উপকৃত হবে। জনসাধারণের কষ্ট ভোগান্তি লাঘব হবে। রেল বিভাগ অর্থনৈতিকভাবে লাভবান হবে।
ন্যায্যদাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে মর্মে মানববন্ধন থেকে ঘোষণা দেয়া হয়।

