গাইবান্ধায় সরস্বতী পূজা উৎযাপন
স্টাফ রিপোর্টার;
গাইবান্ধায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জেলার বিভিন্ন স্থানে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এ উপলক্ষে গাইবান্ধা আদর্শ কলেজে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। কলেজের হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা তার আশীর্বাদ পাওয়ার জন্য স্বরসতী মূর্তিটির পাশে বই ও শিক্ষা উপকরণ রেখেছিল।
হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিশেষ করে ছাত্র ও যুবকরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে বর্ণিল মন্ডপ স্থাপন এবং বিভিন্ন ধরনের মিষ্টি, ফলমূল ও অন্যান্য সামগ্রী এবং হস্তশিল্পের সামগ্রী দিয়ে দেবীর মূর্তি স্থাপন করে সরস্বতী পূজা উদযাপন করে। এসময় ধর্মীয় আচার, বিশেষ প্রার্থনা, আরতি, আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক দীপক কুমার পাল বলেন, সরস্বতী জ্ঞান, সৌভাগ্য, বুদ্ধিমত্তা, পুষ্টি, তেজ, তৃপ্তি, জাঁকজমক এবং আমাদের ভক্তির প্রতীক।

