গাইবান্ধায় সফল জননী নির্বাচিত হয়েছেন রাবেয়া খাতুন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:০৭ PM, ১১ ডিসেম্বর ২০২৪

Spread the love

স্টাফ রিপোর্টার;

গাইবান্ধায় সফল জননী নির্বাচিত হয়েছেন রাবেয়া খাতুন। তিনিসহ মোট পাঁচজন নারীকে গতকাল সোমবার জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। ওইদিন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়ােজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরােধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলা প্রশাসন এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই কর্মসূচির আয়ােজন করে। রাবেয়া খাতুনকে সফল জননী ক্যাটাগড়িতে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

অপর চারজন সম্মাননাপ্রাপ্তরা হলেন, অর্থনৈতিকভাব সাফল্য অর্জনকারি শেফালি বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্র সাফল্য অর্জনকারি শংকরী রাণী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলা নতুন উদ্যোমে জীবন শুরু করায় হোসনে আরা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় এমিলি হেমব্রম। গাইবান্ধা জেলা পর্যায়ের এসব শ্রষ্ট জয়িতাদের বিভাগীয় পর্যায়ে পাঠানো হবে।

সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক একএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জ্যোতিময় গোপ ধ্রুব, গাইবান্ধার সিভিল সার্জন কানিজ সাবিহা ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস আক্তার প্রমুখ। সম্মাননা পেয়ে রাবেয়া খাতুন বলেন, আমি এ সম্মাননার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমার ছেলেমেয়েদের ভালো অবস্থানে দেখে আমার খুব ভালো লাগে।

রাবেয়া খাতুনের পাঁচ সস্তান। বড় ছেলে রেজাউল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাড়ি জামান নেদারল্যান্ড। সেখানে পিএইচডি করেন পোস্ট ডক্টরট করেন অস্ট্রিয়া থেকে। তারপর আবার ফিরে আসে নেদারল্যান্ডস। নতুন নতুন ওষুধ আবিস্কারের কাজ করে চলেছেন তিনি। তার এই গবেষণায় বিশ্বর মানুষ উপকত হচ্ছে। আরেক ছেলে মিজানুর রহমান এলাকায় স্কুলের প্রধান শিক্ষক। এক ছেলে আজাদুল কবির জাপান থেকে পিএইচডি করে পোস্ট ডক্টরট করছেন অস্ট্রলিয়ায়। ছোটছেলে হুমায়ুন কবীর একজন নিউরোলজিস্ট। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস হাসপাতালের সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন। মেয়ে লিপি আকতার স্কুল শিক্ষিকা।

আপনার মতামত লিখুন :