গাইবান্ধায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের নামে মামলা!
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ভিজিএফ এর চাল আত্মসাতের সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের নামে আদালতে মামলা দায়ের করেছে ইউপি চেয়ারম্যান। রোববার ফুলছড়ি আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি পুলিশ ব্যাুরো অব ইনভেস্টিগেশনকে (পিটিআই) তদন্তের নির্দেশ দেন।
জানা গেছে, ঈদ উপলক্ষে অসহায় দু:স্থ মানুষের জন্য বরাদ্ধকৃত ৪০ দশমিক ৭৮ মেট্রিকটন ভিজিএফ এর চালের মধ্য পাঁচ টন সরকারি গুদামে বিক্রী করে ইউপি চেয়ারম্যান। এতে প্রায় দুই লাখ টাকা পকেটস্থ করার অভিযোগ উঠে ইউপি চেয়ারম্যান আল আমিনের বিরুদ্ধে।
এ ঘটনা ধামাচাপা দিতে পরিকল্পনা করা হয় পরিষদের গোডাউন হতে চালের বস্তা লুট করার। পরিকল্পনা অনুযায়ী তুচ্ছ ঘটনায় স্লিপ ছাড়াই চেয়ারম্যানের লোকজন জোরপুর্বক পরিষদের গোডাউনে প্রবেশ করে লুট করতে থাকে চালের বস্তা।
ওই ঘটনা স্থানীয় সাংবাদিক মজিবর রহমান সংবাদ করায় তাকেসহ বিএনপির নেতাকর্মীর নামে আদালতে মামলা করেন ফুলছড়ি উপজেলার উদাখালী ইউপি চেয়ারম্যান সাবেক এমপি (আওয়ামী লীগ, মাহমুদ হাসান রিপন গ্রুপ) আল আমিন আহম্মেদ।
গত রোববার ফুলছড়ি আমলী আদালতে মামলা হলে সেটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
স্থানীয়দের অভিযোগ, ইউপি চেয়ারম্যান আল-আমিন আহমেদ ও তার সহযোগীরা পরিষদের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থেকে জনগণের দৃষ্টি সরানোর জন্য ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছেন।
তারা বলেন, সাধারণ জনগণ তাদের দুর্নীতির প্রতিবাদ করলে, চেয়ারম্যান তার অনুগতদের দিয়ে জনতাকে গুদামের মধ্যে ঢুকিয়ে স্লিপ ছাড়াই চাল নিতে উৎসাহিত করেন। বিভিন্ন ভিডিও ফুটেজেও এসব দৃশ্য ধরা পড়েছে।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান আল আমিন এর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

