গাইবান্ধায় ‘রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার’ শীর্ষক আলোচনা সভা
গাইবান্ধা প্রতিনিধি;
উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মীয় উন্মাদনা, নারী নির্যাতন ও গুজব-সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে হেযবুত তওহীদের নারী শাখা। সভায় মুখ্য আলোচক ছিলেন হেযবুত তওহীদ কেন্দ্রীয় যুগ্ম নারী বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা।
হেযবুত তওহীদ, জেলা নারী বিষয়ক সম্পাদক রহিমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন. হেযবুত তওহীদ ঢাকা বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক তাসলিমা ইসলাম, রংপুর বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক উম্মে হানী ইসলাম, হেযবুত তওহীদ রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস, হেযবুত তওহীদ জেলা সভাপতি জাহিদ হাসান মুকুল, সমঝোতা নারী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক বেগম রাবেয়া গিনি, সাবেক পৌর কাউন্সিলর মাহফুজা খান মিতা, সাবেক কাউন্সিলর আঞ্জুয়ারা বেগম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খি্রৃষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহবায়ক মাধবী সরকার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা হেযবুত তওহীদের নারী বিষয়ক সাধারণ সম্পাদক মোছা. রুবিনা আক্তার।
বক্তারা বলেন, নারী সমাজকে ধর্মীয় অপব্যাখা, ফতোয়াবাজি ও সামাজিক পশ্চাৎপদতা থেকে মুক্ত করে তাদেরকে জাতীয় সামাজিক কর্মকা-ে সম্পৃক্ত করতে। জেলা হেযবুত তওহীদ নারী বিভাগ সে লক্ষ্যে নিয়মিত কাজ করছে।

