গাইবান্ধায় যৌথবাহিনীর অভিযানে জুয়াড়ী গ্রেপ্তার
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে উপজেলা রোডস্থ মতিঝিল এলাকায় ড্রেনের ওপর থেকে আব্দুল মালেক (৫৬) নামে জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল মালেক পৌরসভার কালিকাডোবা গ্রামের বাসিন্দা।
বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উক্তস্থানে জুয়ার পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় প্রায় এক বস্তা জুয়া খেলার তাস উদ্ধার করা হয়।
গাইবান্ধা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার রাকিবুল হাসান রাকিব এবং গোবিন্দগঞ্জ থানা পুলিশের এসআই তাহসিন রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেন। পরে মালেককে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে।
এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে আব্দুল মালেককে গ্রেপ্তারসহ কয়েক বস্তা জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।

