গাইবান্ধায় যুবকের কব্জি বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:০৯ PM, ০৯ ডিসেম্বর ২০২৫

Spread the love

স্টাফ রিপোর্টার;

গাইবান্ধায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে রুবেল মিয়া (২৫) নামে এক যুবকের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে। এঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন।

এর আগে সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে গাইবান্ধা সদরের শাপলা মেল এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রুবেল মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি সদর উপজেলার পৌরসভার মহুরি পাড়ার মোকাব্বর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রুবেল মিয়া তার বন্ধু শাপলা মেল এলাকার বাসিন্দা মোশারফ রহমানের সাথে বিকেলে দেখা করতে যায়। এসময় বাবু মিয়ার নামে একযুবক তার দলবল নিয়ে রুবেল মিয়ার ওপর হামলা করে। এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে যায়। পরে রক্তাক্ত অবস্থায় রুবেলকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়া হয়।

রুবেলের বন্ধু মোশারফ বলেন, আমাদের সাথে বাবুর জমি নিয়ে বিরোধ ছিল। তবে কেন আমার বন্ধুকে অস্ত্র দিয়ে আঘাত করল তার আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাকেও ওরা অস্ত্র দিয়ে জখম করেছে।

রুবেলের বাবা মোকাব্বর মিয়া বলেন, যারা আমার নির্দোষ ছেলেকে মেরে তার হাতের কব্জি কেটে দিয়েছে তাদের শাস্তি চাই।

এ বিষয়ে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় রুবেলের বাবা মোকাব্বর মিয়া একটি মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ ও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুই নারীসহ পাঁচজনকে আটক করা হয়। পরে ওই ঘটনার সাথে দুই নারীর সম্পৃক্ত না থাকায় রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে বাকি তিনজনকে আদালতে হাজির করা হবে। অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন :