গাইবান্ধায় মাদক মামলায় তিন মাদক কারবারির যাবজ্জীবন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৩৯ PM, ১৭ এপ্রিল ২০২৫

Spread the love

স্টাফ রিপোর্টার;

গাইবান্ধায় মাদক মামলায় তিন মাদক কারবারির যাবজ্জীবন ও দুইজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার  দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আতিকুর রহমান এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ই জুলাই রাজশাহী জেলার সীমান্তপুর  গোদাগাড়ী গ্রামের সোহেল রানা, আবুল কালাম আজাদ, আসাদুল ইসলাম, শফিকুল ইসলাম ও আনারুল ইসলাম ১৫ লাখ টাকার হিরোইন (৫৯০ গ্রাম) নিয়ে বিক্রির উদ্দেশ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবস্থান করে।

গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার র‍্যাব অভিযান  চালিয়ে হিরোইনসহ তাদেরকে আটক করে।

পরে এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

দীর্ঘ শুনানি শেষে বিচারক আতিকুর রহমান মাদক কারবারি সোহেল রানা, আবুল  কালাম আজাদ ও আসাদুলকে যাবজ্জীবন কারাদন্ড দেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় শফিকুল ইসলাম ও আনারুল ইসলামের খালাসের আদেশ প্রদান করেন।
পরে তাদেরকে গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম প্রামাণিক বলেন, ‘সমাজে মাদকের ভয়াবহতা রোধ করতে আদালতের বিজ্ঞ বিচারক যথাযথ বিচার করেছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।

রায় প্রদানের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন :