গাইবান্ধায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:১৫ PM, ০৮ নভেম্বর ২০২৪

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যােগ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্য ছিল দলীয় কার্যালয় চত্বর দলীয় ও জাতীয় পতাকা উত্তােলন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলােচনা সভা ও র‌্যালি।

এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহীদ মিনার চত্বর সমাবেত হয়। পরে শহীদ মিনার চত্বর একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বক্তব্য দেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, নির্বাহী সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ডাঃ অধ্যাপক মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুনবী টিটুল প্রমুখ।

বক্তারা শহীদ জিয়ার শততা, দেশপ্রেম ও আদর্শ বলিয়ান হয়ে সকলকে একসাথে কাজ করার আহবান জানান। সেইসাথে স্বৈরাচারী খুনি হাসিনার বিচার দাবি করেন।

 

আপনার মতামত লিখুন :