গাইবান্ধায় পৃথক ঘটনায় নারী সহ দুজনের মরদেহ উদ্ধার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:২৮ PM, ০৭ জুলাই ২০২৫

Spread the love

স্টাফ রিপোর্টার;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ও শিবপুর ইউনিয়নের পৃথক বাঁশঝাড় থেকে শাহানারা বেগম (৩৬) ও বুলু মিয়া ভুম্বল (৩৪) নামে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহানারা বেগম রাখালবুরুজের পালাশবাড়ী গ্রামে বকুল মিয়ার স্ত্রী ও বুলু মিয়া ভুম্বল শিবপুরের কানিপাড়া গ্রামের মোখলেছ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, নিহত শাহানারা বেগমের স্বামী বকুল মিয়া এলাকায় ধরে জুয়াড়িসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল। এলাকার সবার কাছে তিনি জুয়াড়ি হিসেবে পরিচিত। দীর্ঘদিন থেকে তিনি স্ত্রী শাহানারা বেগমকে তার বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতো। এমনকি টাকা না আনায় প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।

এলাকাবাসীর ধারণা, রোববার রাতেও জুয়ার টাকার জন্য স্ত্রীকে নির্যাতন করেন বকুল মিয়া। একপর্যায়ে শাহানারাকে পিটিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে হত্যার ঘটনা ধামাচাপা দিতে মরদেহটি বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে ঝুলিয়ে রাখা হয়েছে বলে জানা যায়।

সোমবার সকালে বাঁশঝাড়ে ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। সেসময় লাশের পা মাটি ছুঁইছুঁই করছিল। এ দৃশ্য দেখে সন্দেহ হলে এলাকাবাসীর মধ্যে জানাজানী এবং সন্দেহের সৃষ্টি হয়। পরে নিহতের স্বামী ও বড় ছেলে মরদেহটি বাঁশঝাড় থেকে নামিয়ে ঘরের বিছানায় রাখে এবং স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নেয় পুলিশ।

অপরদিকে জানায়, বুলু মিয়া ভুম্বলের সঙ্গে তার স্ত্রীর মধ্যে তেমন একটা বনিবনা না হওয়ার কারণে তিনি ঢাকায় বসবাস করতেন। গত কয়েকদিন হলো তিনি বাড়িতে ফিরে আসেন। একপর্যায়ে সোমবার সকালের দিকে কানিপাড়ার গোরস্থানের পাশে একটি বাঁশঝাড়ে বুলু মিয়ার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বুলবুল ইসলাম জানান, পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের লাশ উদ্ধার করে গাইবান্ধা জেলা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :