গাইবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে পুলিশ ও সেনাসদস্য সহ আহত ৩

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:০৩ PM, ২৮ জানুয়ারী ২০২৫

Spread the love

স্টাফ রিপোর্টার;

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে সেনাসদস্য রুহুল আমিন ও পুলিশ সদস্য জাকির হোসেন এবং ব্যবসায়ী রতন মিয়া গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

সংঘর্ষে উভয় পক্ষের আহত কয়েকজনকে গাইবান্ধা জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামে মুক্তিযোদ্ধা আনসার আলী মন্ডল ও সাবেক ইউপি সদস্য মধু মন্ডল গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।

মঙ্গলবার বিকেলে বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর থেকে ওই এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। শান্তি প্রতিষ্ঠায় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন :