গাইবান্ধায় ছুরিকাঘাতে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে স্ত্রী আজেদা বেগম (৩৫) হত্যার দায়ে স্বামী শামীম মিয়াকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত শামীম মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বেতগাড়া গ্রামের মৃত মাফু মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
স্থানীয়রা জানান, অভাবের সংসারে আজেদা অন্যের বাসায় কাজ করতেন। শামীম হোটেলে কাজ করলেও নেশাজাতীয় দ্রব্যে আসক্তি ও মোবাইল ফোনে জুয়া খেলায় জড়িয়ে পড়েন। এসব নিয়ে দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগেই থাকত।
ঘটনার দিনও তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে শামীম ক্ষিপ্ত হয়ে নতুন ধারালো ছুরি দিয়ে আজেদার পেটে আঘাত করেন। এরপর ছেলেকে হত্যা এবং নিজেকেও শেষ করার হুমকি দিয়ে পালিয়ে যান শামীম।
স্থানীয়দের অভিযোগ, গৃহবধূ আজেদার মৃত্যুর জন্য শুধুমাত্র স্বামীর নিষ্ঠুরতা নয়, দারিদ্র্য, চিকিৎসা ব্যবস্থার জটিলতা ও সামাজিক অবহেলাও সমানভাবে দায়ী। দরিদ্র পরিবারের এই গৃহবধূর এমন মৃত্যুর ঘটনায় গোবিন্দগঞ্জে গভীর শোক ও ক্ষোভের জন্ম দিয়েছে।
এর আগে, গত মঙ্গলবার সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার এমপি পাড়ার ভাড়া বাসায় স্বামী শামীম মিয়ার ছুরিকাঘাতে গুরুতর আহত হন আজেদা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বগুড়ায় রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর শামীম মিয়া পালিয়ে যায়। গোপন সংবাদদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সকল আইনী প্রক্রিয়া শেষে আজ আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলে জানান এ কর্মকর্তা।

