গাইবান্ধায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ডে ও অপ তৎপরতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মহসিন আলীকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি গোবিন্দগঞ্জ উপজেলা শিবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে গোবিন্দগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বুলবুল ইসলাম।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত মহসিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে অপতৎপরতা চালিয়ে আসছিল।

