গাইবান্ধায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রথম সমন্বয়ক জয়িতা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৩৫ PM, ০২ এপ্রিল ২০২৩

Spread the love

স্টাফ রিপোর্টার;

গণতান্ত্রিক ছাত্র জোটের প্রথম সমন্বয়ক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সাধারণ সম্পাদক ও জাতীয় পরিষদের অন্যতম সদস্য মৈত্রেয় হাসান জয়িতা।

জোটের জেলা পরিচালনা পরিষদের সভায় রোববার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

নির্বাচিত হওয়ার পর ২রা এপ্রিল রোববার থেকেই জোটের জেলা পরিচালনা পরিষদের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন জয়িতা।

জয়িতা জানান, ‘প্রতি দুই মাস পর জোটভুক্ত ছাত্রসংগঠনগুলো থেকে নতুন সমন্বয়ক নির্বাচন করা হবে। এই জোট কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর পাশাপাশি জাতীয় ও স্থানীয় ইস্যু সহ জেলার শিক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

জেলায় জোটভুক্ত ছাত্র সংগঠনগুলো হলো বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট(মার্কসবাদী), বিপ্লবী ছাত্র মৈত্রী।

আপনার মতামত লিখুন :