গাইবান্ধায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:২৭ PM, ১১ ফেব্রুয়ারী ২০২৩

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

গাইবান্ধায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন আল-কারীম কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বিকালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আরিফ বিন মেহের উদ্দিন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মাদ আবু ত্বালহা।

সম্মেলনে বক্তারা বলেন, ইসলামী অনুশাসন ছাড়া দেশ – সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে অনেক ক্ষমতার পালা বদল হলেও কখনো নীতির পরিবর্তন হয়নি।ফলে দেশের মানুষের ভাগ্য বরাবর বিড়ম্বিত রয়ে গেছে।তাই এখন শুধু গতানুগতিক ধারার নেতার পরিবর্তনই শুধু নয়,নীতিরও পরিবর্তন করতে হবে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলাম,দেশ ও মানবতার এমন ক্রান্তিলগ্নে ফ্যাসিবাদী এ নীতির পরিবর্তন করে ইসলামী নীতি আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে।

সম্মেলন শেষে জেলা শাখার গত সেশনের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।সেই সাথে ২০২৩-২৪ সেশনে মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিনকে সভাপতি, মাওলানা ওসমান গণিকে সহ-সভাপতি, মাওলানা রাফিউল ইসলাম সোহেলকে সাধারণ সম্পাদক, মাওলানা মাছউদুর রহমানক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে শপথ পাঠ করানো হয়।

সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা সভাপতি মাওলানা আব্দুল মাজেদ,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা সভাপতি মুহাম্মাদ আব্দুল মুত্তালিব,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা সভাপতি সাহাজ উদ্দিন রিয়াদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :