গাইবান্ধায় আ’লীগের দুই নেতা গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি;
গাইবান্ধার ফুলছড়ি থানা পুলিশের পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতাকে রোববার মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে। পর্যন্ত টানা অভিযানে তাঁদের আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মৃত আবুল হোসেনের ছেলে, নীলকুঠি ওয়ার্ডের সভাপতি মকবুল হোসেন (৬০) ও ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, মজিবুর রহমানের ছেলে মোহাম্মদ উরফি মিয়া (৪০)।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলাতক সাবেক প্রধানমন্ত্রীর বিচারের রায়কে কেন্দ্র করে এলাকায় নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও বলেন, মকবুল হোসেনকে গজারিয়া বাজার এলাকা ও উরফি মিয়াকে মাদ্রাসা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি হওয়ার আগেই আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।

