গাইবান্ধায় আগামীকাল মোহনার ভাওয়াইয়া উৎসব

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৫৯ PM, ১৮ জানুয়ারী ২০২৩

Spread the love

স্টাফ রিপোর্টার;

গাইবান্ধার নিয়মিত মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মোহনা’র ১৫০তম আসর উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার থেকে দু’দিনব্যাপি ‘তিন দশকের স্বপ্নযাত্রা’ শীর্ষক নানা কর্মসূচি পালন করা হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। এছাড়া বিশেষ অতিথি থাকবেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌর মেয়র মো. মতলুবর রহমান ও কবি সরোজ দেব।

এছাড়া ২০ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা ৬টায় গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে ভাওইয়া উৎসব অনুষ্ঠিত হবে। ভাওয়াইয়া উৎসবে উদ্বোধন করবেন ডিবিসি নিউজ সম্পাদক প্রণব সাহা এবং প্রধান অতিথি থাকবেন গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর সিদ্দিক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আবদুস সালাম ও মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম।

আপনার মতামত লিখুন :