কয়েক ধাপে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন
ডিবিসি প্রতিবেদক;
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠানের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী মার্চ-এপ্রিলে শুরু হয়ে প্রায় বছর জুড়ে ধাপে ধাপে হবে এ নির্বাচন। ব্যালটের পাশাপাশি উপজেলা সদর ইউনিয়নগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।
ইসির একাধিক কর্মকর্তা জানান, এ বিষয়ে চলতি সপ্তাহের যেকোনো দিন মন্ত্রণালয়ে এ চিঠি পাঠানো হবে। চিঠিতে মেয়াদোত্তীর্ণ ইউপির তালিকা পাঠাতে অনুরোধ থাকবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সব নির্বাচন যথাসময়ে সম্পন্ন করা হবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বর্তমান সরকারপ্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গীকারবদ্ধ। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে যা যা করণীয় সবই করতে প্রস্তুত আছে সরকার।
ইউপি নির্বাচনের বিষয়ে জানতে চাইলে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, ইউপি নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কমিশন সভায় এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তবে এ নির্বাচনের মেয়াদোত্তীর্ণ তালিকা চেয়ে আমরা একটি চিঠি পাঠাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। আশা করছি, কমিশন অনুমোদন দিলে তা শিগগিরই পাঠানো হবে।
তিনি আরও বলেন, যখন ইউপি নির্বাচনের তফসিল সবাইকে আমন্ত্রণ জানিয়ে ঘোষণা দেওয়া হবে।
ইসির নির্বাচনী শাখার একাধিক কর্মকর্তা জানান, আগামী মার্চ থেকে এপ্রিলে শুরু হচ্ছে দেশব্যাপী ইউপি নির্বাচন। ধাপে ধাপে এ ভোট করার চিন্তা করছে ইসি। ভোটগ্রহণের জন্য ৪০ থেকে ৪৫ দিন হাতে রেখেই এ নির্বাচনের তফসিল দেওয়া হবে। এ ক্ষেত্রে ছোট পরিসরে হলেও ২১ মার্চের মধ্যে এ নির্বাচন শুরু করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, এর আগে পৌর নির্বাচন হয়েছিল একদিনে। মহামারির কারণে এবার পৌর নির্বাচন হচ্ছে ধাপে ধাপে। পৌরসভার সংখ্যা ৩২৯টি হলেও সারাদেশে সাড়ে ৪ হাজারের ওপরে ইউপি রয়েছে। সর্বশেষ ইউপি নির্বাচন ছয় ধাপে বিভাগওয়ারী হয়েছিল। ইসির যুগ্ম সচিব পর্যায়ের একাধিক কর্মকর্তা জানান, এবার করোনা পরিস্থিতিতে ইউপি নির্বাচনের ধাপ পরিবর্তন হতে পারে।
নির্বাচনী শাখার তথ্য মতে, আগামী ২১ মার্চের মধ্যে ৭৫২টি ইউপি, ৩০ মার্চে মধ্যে ৭১০টি, ২২ এপ্রিলের মধ্যে ৭১১টি, ৬ মের মধ্যে ৭২৮টি, ২৭ মের মধ্যে ৭১৪টি এবং ৩ জুনের মধ্যে ৬৬০টি ইউপির মেয়াদ শেষ হবে। তবে মামলা ও সীমানা জটিলতার কারণে এই সংখ্যা কিছুটা বাড়তে-কমতে পারে।

