ক্রিকেটের মতো ফুটবলেও বাংলাদেশ প্রতিনিধিত্ব করবে -মাহমুদ হাসান রিপন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:২৪ PM, ২১ নভেম্বর ২০২০

Spread the love

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি;

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন বলেছেন, খেলাধুলায় শরীর মন ভালো থাকে। খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম মানসিক অবসাদ ও ক্লান্তি দূর করার পাশাপাশি মানুষকে অসৎসঙ্গ ও নেতিবাচক কর্মকান্ড থেকে বিরত রাখে। দেশের তরুণ সমাজের মধ্যে ক্রীড়া ক্ষেত্রে জাগরণ সৃষ্টি এবং সাংস্কৃতিক কর্মকা- ছড়িয়ে দিতে পারলে তারা মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে থাকবে। এজন্য নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা এবং সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় ক্রিকেটের মতো ফুটবলেও বাংলাদেশ একদিন বিশ্বের প্রতিনিধিত্ব করবে।
 

 শনিবার (২১ নভেম্বর) বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এম.এ.ইউ একাডেমী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আয়শা সাত্তার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ- এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন, সহ-সভাপতি নয়া মিয়া, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া, সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আজাদ শীতল, যুগ্মসাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন প্রমুখ। চুড়ান্ত খেলায় নির্ধারিত এক ঘন্টার সময়ে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে হঠাৎপাড়া যুবশক্তি স্পোটিং ক্লাব ৫-৪ গোলে আকবর হালিম স্মৃতি সংঘকে পরাজিত করে। চুড়ান্ত খেলা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।

আপনার মতামত লিখুন :