কোথায়, কবে, পেলের শেষকৃত্য ?
ডেস্ক রিপোর্ট;
৮২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ব্রাজিল কিংবদন্তি পেলে। বৃহস্পতিবার গভীর রাতে তিনি সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে মারা যান। দীর্ঘদিন ধরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছিলেন পেলে। তাঁর মৃত্যুতে ব্রাজিলে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
ব্রাজিলের সরকার রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের পরিকল্পনা করেছে। তার আগ পর্যন্ত হাসপাতালের হিমঘরেই রাখা হবে পেলের মৃতদেহ।
ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী মঙ্গলবার পেলের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তার আগে সোমবার তাঁর দেহ রাখা থাকবে সান্তোসের স্টেডিয়ামের সেন্টার পয়েন্টে। ভিলা বেলমিরো নামে সেই স্টেডিয়ামে ফুটবলজীবনের সেরা কিছু ম্যাচ খেলেছেন পেলে। স্মরণীয় প্রচুর গোল আছে সেই স্টেডিয়ামেই। পেলের স্মৃতিবিজড়িত সেই ভিলা বেলমিরোতেই ব্রাজিলের সাধারণ মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।
পেলের শতায়ু মা সেলেস্টি এখন শয্যাশায়ী। তাই তিনি ছেলের শেষযাত্রা দেখতে পাবেন না। এক বিবৃতিতে সান্তোস ক্লাব কর্তৃপক্ষ বলেছে, সোমবার ভোর বেলায় হাসপাতাল থেকে পেলের মরদেহ নিয়ে আসা হবে স্টেডিয়ামে। মাঠের একদম মাঝখানে রাখা থাকবে সেটি। সকাল ১০টা থেকে সাধারণ মানুষ এসে পেলেকে শ্রদ্ধা জানাতে পারবেন। মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত শ্রদ্ধা জানানো যাবে। এরপর পেলের কফিন নিয়ে শোভাযাত্রা করে সান্তোসের বিভিন্ন রাস্তায় প্রদক্ষিণ করানো হবে।
পেলের শেষকৃত্য সম্পন্ন হবে সান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকাতে। শুধু পরিবারের সদস্যরাই সেখানে উপস্থিত থাকতে পারবেন। সান্তোসে পেলের একটি বাড়ি আছে, যেখানে তিনি জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন। এরপর তিনি চলে যান গুয়ারুজা সিটিতে। মৃত্যুর আগে পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। ২০২১ সাল থেকে অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত ছিলেন পেলে। গত ২৯ নভেম্বর থেকে তিনি হাসপাতালেই ভর্তি ছিলেন।

