কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসির ঘরে আগুন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসির ঘরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
মামলার বিবরনে জানা যায়, উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ছোট সাতাইল বাতাইল গ্রামের ছলিম উদ্দিনের ছেলে মেহেদুল ইসলাম একই ইউনিয়নের ফতেউল্যাপুর গ্রামের মৃত মকবুল হোসেনের প্রবাসি মেয়ে জোসনা বেগমকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। জোসনা বেগম সৌদি আরব থেকে প্রায় দেড় বছর আগে দেশে আসে। এরপর ৬ বছরের শিশু কন্যাকে নিয়ে তার বাবার বাড়ীতে বসবাস করছিল।
এরই একপর্যায়ে গত ৩ ফেব্রুয়ারী বুধবার দুপুরে বাড়ীতে গিয়ে জোসনা বেগমের মায়ের সামনে কুপ্রস্তাব দেয় মেহেদুল। এতে রাজি না হলে তার স্বপরিবারে আগুনে পুড়িয়ে মারার হুমকী দিয়ে চলে যায়। এরপর ওইদিন রাতে ঘরের টিনের বেড়া কেটে বিছানায় আগুন ধরে দেয়। এতে বিছানার নিচে থাকা নগদ অর্থ সহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়।
এর আগে গত ২০২০ সালের ১৪ ডিসেম্বর একই ঘটনা ঘটেছিল বলে এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনায় জোসনা বেগম বাদী হয়ে গত ৫ ফেব্রুয়ারী (শুক্রবার) মেহেদুল ইসলামের নাম উল্লেখ সহ ২/৩জনকে অজ্ঞাত আসামী করে (মামলা নং- ১৩) গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উক্ত ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামী গ্রেপ্তারের পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

