কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মাইকিং

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:১০ PM, ২০ অগাস্ট ২০২২

Spread the love

ঠাকুরগাঁও প্রতিনিধি;

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে একটি ব্যাগ কুড়িয়ে পান ক্রোকারিজ ব্যবসায়ী সৌরভ। ব্যাগটি খুলতেই মেলে প্রায় পাঁচ লাখ টাকা। কুড়িয়ে পাওয়া এসব টাকার সঙ্গে কোনো কাগজপত্র না থাকায় মিলছে না মালিকের খোঁজ। তাই মালিকের সন্ধানে করছেন মাইকিং। এমন কাজে প্রশংসায় ভাসছেন এ ব্যবসায়ী।

শনিবার সকাল ১০টা থেকে ঠাকুরগাঁও শহরজুড়ে এ মাইকিং করা হয়। সৌরভ ঠাকুরগাঁওয়ের শান্তিনগর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ধারে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন সৌরভ। কোনো পথচারীর প্রয়োজনীয় ব্যাগ হতে পারে ভেবে হাতে নেন তিনি। পরে ব্যাগ খুলতেই দেখেন প্রায় পাঁচ লাখ টাকা। এসব টাকার সন্ধানে কেউ খুঁজতে আসবেন বা মাইকিং করতে পারেন ভেবে অপেক্ষায় ছিলেন সৌরভ। কিন্তু ব্যাগ পাওয়ার ২৪ ঘণ্টা পার হলেও কাউকে পাওয়া যায়নি। তাই মালিকের সন্ধানে নিজেই করেন মাইকিংয়ের ব্যবস্থা।

মাইকিং শুনে শহরের ব্যবসায়ী আদম আলী বলেন, মানবতা এখনো বেঁচে আছে। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছেন। সৌরভের সর্বময় মঙ্গল কামনা করি। তাকে দেখে সমাজের অন্য লোকজন অনেক কিছু শিখতে পারবে।

শহরের বাসিন্দা আবু সালেহ বলেন, সকালে বাসা থেকে বের হয়েই আমি টাকার মালিকের খোঁজে বের করা মাইকিং শুনতে পাই। প্রথমে অবাক হয়েছি। তবে ঘটনাটি অবশ্যই প্রশংসা করার মতো।

সৌরভ বলেন, এসব টাকা কারো ব্যবসার মূল পুঁজি হতে পারে। হতে পারে চাকরিজীবী কারো অফিসের টাকা। অথবা এ টাকাই হতে পারে কারো স্বপ্নপূরণের পুঁজি। তাই মাইকিং করে মালিককে খোঁজা হচ্ছে।

তিনি আরো বলেন, স্টেডিয়ামের সামনে মদিনা মেশিনারিজ দোকানে এসে আমার সঙ্গে যোগাযোগ করলেই এসব টাকা বুঝে নিতে পারবেন এর প্রকৃত মালিক।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, টাকা হারিয়েছে জানিয়ে কেউ এখনো আমাদের কাছে কোনো জিডি করেনি। তাই টাকার মালিকের বিষয়ে এখনই আমরা কোনো সহায়তা করতে পারছি না। তবে টাকার মালিক খোঁজার এ অভিনব ঘটনাটি প্রশংসনীয়।

আপনার মতামত লিখুন :