কালীগঞ্জ পৌর মেয়র পদে নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন রবিন হোসেন
আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;
আসন্ন কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য তৃণমূল আওয়ামীলীগের সমর্থন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রবিন হোসেন।
সোমবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তৃণমূল নেতৃবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নীতিনির্ধারকদের সম্মতিতে পৌর মেয়র পদে নৌকার প্রার্থী হিসেবে এসএম রবিন হোসেনের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে বর্ধিত সভাটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাাদক এইচ.এম আবু বকর চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মাইনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মো. আমজাদ হোসেন স্বপন ও কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রবিন হোসেন মেয়র পদে নির্বাচনের জন্য দলীয় সমর্থন প্রত্যাশী ছিলেন।
উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও স্থানীয় দলীয় নীতিনির্ধারকদের সমন্বয়ে জরিপের মাধ্যমে সকলের সম্মতিতে মেয়র পদে নৌকার প্রার্থী হিসেবে রবিন হোসেনের নাম ঘোষণা করা হয়। কেন্দ্রীয় মনোনীত বোর্ডের সমর্থন পাওয়ার জন্য পৌর মেয়র পদে স্থানীয় আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী রবিন হোসেনের নাম পাঠানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী বশিরউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন খান কনক, উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক শফিউল কাদের নান্নু, উপজেলা আওয়ামী লীগের সদস্য কেবিএম তারিকুল ইসলাম, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম সিজু, কালীগঞ্জ পৌর যুবলীগের সাধারন সম্পাদক রেজাউর রহমান আশরাফী খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তানভীর মোল্লা, কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলী আল রাফু অমিত, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি এম আই লিকন প্রমুখ।

