কালীগঞ্জ পৌর নির্বাচন; দোয়া চাইলেন কাউন্সিলর প্রার্থী আতাবউদ্দিন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;
জনগণের সেবায় দীর্ঘ ২০ বছর যাবত জনপ্রতিনিধিত্ব করছেন মো.আতাবউদ্দিন।
এলাকার জনসাধারণের সকল বিপদে-আপদে তাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে একজন স্বচ্ছ জনপ্রতিনিধির সুনাম অর্জন করেছেন তিনি। এলাকার জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে আবারও আসন্ন কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
স্থানীয়রা জানান, কালীগঞ্জ ইউনিয়ন পরিষদ থাকাকালীন মো. আতাবউদ্দিন বিপুল জনপ্রিয়তা নিয়ে দুই বার মেম্বার পদে বিজয়ী হয়ে জনগণের পাশে থেকে তাদের সেবা করে গেছেন। কালীগঞ্জ পৌরসভা গঠিত হওয়ার পর জনগণের ভোটে কাউন্সিলর পদে নির্বাচিত হয়ে এলাকার গরিব দুঃখী মানুষের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করে আসছেন তিনি।
ভোটাররা জানায়, এলাকার মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ জনকল্যাণমূলক বিভিন্ন সংস্থাকে সাহায্য সহযোগিতা করে তিনি জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। এলাকার গরিব অসহায় মানুষদের বিভিন্নভাবে আর্থিক সাহায্য সহযোগিতা করে তাদের সন্তুষ্টি অর্জন করেছেন। এলাকার অসুস্থ ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থায় সব সময়ে তাদের পাশে থেকেছেন। জনপ্রতিনিধিত্বের পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী হিসাবেও এলাকায় সুপরিচিত ব্যক্তি।
স্থানীয় কয়েকজন দলীয় নেতা-কর্মী বলেন, তিনি বর্তমান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নিষ্ঠার সাথে দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ ২৪ বছর যাবত তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি দলীয় বিভিন্ন আন্দোলন সংগ্রামে শরিক হয়ে সক্রিয় ভূমিকা রেখে গেছেন। বিরোধী দলীয় নেতাকর্মীদের হাতে নির্যাতনের শিকার দলীয় নেতাকর্মীদের পাশে থেকে আর্থিক সহযোগিতাসহ বিভিন্নভাবে দলীয় কর্মকাণ্ডে সাহায্য সহযোগিতা করে গেছেন তিনি।
তার কর্মী ও সমর্থকরা বলেন, সকল বিপদে-আপদে এলাকার জনগণ কাউন্সিলর প্রার্থী আতাবউদ্দিনকে কাছে পান এবং প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে তিনি।
মো. আতাবউদ্দিন মুনশুরপুর গ্রামের মৃত রাহিমউদ্দিন বেপারী ও মৃত সাহেরা বেগমের ছেলে।

