কালীগঞ্জে স্নায়ুবিকাশ জনিত বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে কর্মশালা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;
জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে সকলের সমান অংশগ্রহণে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কালীগঞ্জে স্নায়ুবিকাশ জনিত সমস্যার বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‘মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ’ এই স্লোগানকে সামনে রেখে উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংবাদকর্মী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গদের নিয়ে সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত স্নায়ুবিকাশ জনিত বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে ১০৭ তম সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম (এনসিডিসি), ডিরেকটোরেট জেনারেল অব হেলথ সার্ভিস (ডিজিএইচএস) ও হেলথ সার্ভিস ডিভিশন এর যৌথ উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শিবলী সাদিকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব পারভীন আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্যসেবা বিভাগের অটিজম ও এনডিডি সেল এর প্রধান সমন্বয়ক ও যুগ্ম সচিব ডা. এ.এম পারভেজ রহিম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব শবনম মুস্তারী, অটিজম ও এনডিডি সেল এর উপপরিচালক ডা. গোপেন কুমার কুন্ডু।
কর্মশালায় মুল প্রবদ্ধ উপস্থাপক হিসেবে ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ। আলোচনা সভাটি পরিচালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ইসরাত জাহান।
সভায় বক্তারা বলেন, মানুষ মাত্র সম্পদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান এই সম্পদকে ভালো রাখতে হবে। অটিজমদের সুস্থ রাখতে কাজ করতে হবে। অটিজম বিষয়টি গুরুত্ব হিসেবে আমাদের সকলকে নিতে হবে। আমরা যেই যেখানে থাকবো সেখান থেকে এই বিষয়ে কাজ করবো। এই লক্ষ্য নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। উপজেলা পর্যায়ে এই কমিটিতে যারা রয়েছে তারা গুরুত্ব সহকারে সভা ও সেমিনার করে যেতে হবে। মাঠ পর্যায় কাজ করার উদ্দেশ্য নিয়ে উপজেলা পর্যায়ে সভা ও কর্মশালা করা হচ্ছে।

