কালীগঞ্জে সিরাতুন নবী (সাঃ) এর প্রতিযোগিতা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪৪ AM, ৩০ নভেম্বর ২০২০

Spread the love

আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;

কালীগঞ্জে চুয়ারিখোলা এতিমখানা ও হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে সিরাতুন নবী (সাঃ) এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০শে নভেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিখোলা ঈদগাঁ ময়দানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন তুমলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সালাউদ্দিন। এতিমখানা ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. মোতালিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম ইসলামি বিশ্ববিদ্যালয়ের ডিন শরিয়া ফ্যাকাল্টি ও খতিব ড. মুহাম্মদ শাফী উদ্দিন মাদানী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপু ও ইউপি সদস্য মো. আলী হায়দার।
অন্যান্যের মাঝে প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান, মো. ফরিদ হোসেন, ফরহাদ আকন্দসহ মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

আপনার মতামত লিখুন :