কালীগঞ্জে সাতটি ইউনিয়ন পরিষদে কম্পিউটার সামগ্রী বিতরণ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৫৭ AM, ১৪ জানুয়ারী ২০২১

Spread the love

আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;

ইউনিয়ন পরিষদের কাজের স্বচ্ছতা ও আধুনিকায়ন করার লক্ষ্যে কালীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে কম্পিউটার সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শিবলী সাদিক।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি)-৩ এর আওতায় বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কম্পিউটার সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শিবলী সাদিক সাতটি ইউনিয়ন পরিষদের সচিবদের হাতে সিপিইউ, মনিটর, প্রিন্টার, স্ক্যানার ও ইউপিএস কম্পিউটার সামগ্রী তুলে দেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ইউএনও মো. শিবলী সাদিক বলেন, প্রান্তিক জনগণ যাতে প্রকৃত সেবা ইউনিয়ন পরিষদ থেকে পান এবং পরিষদের কাজগুলো গতিশীল করার লক্ষ্যে উপজেলার সাতটি ইউনিয়নে কম্পিউটার সামগ্রী বিতরণ করা হয়েছে। জন্মনিবদ্ধন, মৃত্যু নিবদ্ধন ও নাগরিক সনদসহ পরিষদের যাবতীয় কাজগুলোর তথ্য উপাত্ত সংরক্ষণে রাখার জন্য কম্পিউটারের গুরুত্ব অপরিসীম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার উদয় হোসেন মিল্টন।

 

আপনার মতামত লিখুন :