কালীগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সভা
আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপর) প্রতিনিধি;
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কালীগঞ্জে মুক্তিযোদ্ধাদের এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বৃহস্পতিবার (১০ডিসেম্বর) সকালে কালীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্রা ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার সাথে যারা জড়িত এবং তাদের মদদদাতাদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মোস্তফা মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মানজাদ আলী প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহ-কমান্ডার সুলতান আহমেদ, কালীগঞ্জ পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আকন্দ, বক্তারপুর ইউনিয়ন কমান্ডার হাসমত আলী, নাগরী ইউনিয়নের সাবেক কমান্ডার আক্তারুজ্জামান মোল্লা, বি.এল.এফের যুদ্ধকালীন কমান্ডার মাহবুবুর রহমান খানসহ বীর মুক্তিযোদ্ধারা।

