কালীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবার উদ্বোধন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০৭ AM, ১৭ ডিসেম্বর ২০২০

Spread the love

আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;

কালীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে চক্ষু ও দাঁতের ফ্রি চিকিৎসা সেবার উদ্বোধন করেছেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন ভাই ভাই সুপার মার্কেটের দ্বি-তলায় কালীগঞ্জ ডিজিটাল চক্ষু হাসপাতাল ও ডেন্টাল চেম্বারের উদ্যোগে দিনব্যাপী উপজেলার চক্ষু ও দাঁতের রোগীদের এ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের মেয়র প্রার্থী ও কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রবিন হোসেন, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন খান কনক, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মিন্টু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম সিজু, সাবেক ভিপি আবুল হাসনাত চৌধুরী টুটুল, কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি মো. বাদল হোসেন, কালীগঞ্জ পৌর যুবলীগ নেতা আজাদ ফয়সাল আহমেদ সাজ্জাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাদ্দাম হোসেন, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি এম.আই লিকন, সাধারণ সম্পাদক মো. ওয়াসিম মোল্লাসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন :