কালীগঞ্জে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা
আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালীগঞ্জে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শিবলী সাদিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল-আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও প্রমুখ।
আলোচনা সভার পর উপজেলার মহিলা সংস্থার নিবদ্ধনকৃত ১৬ টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।
এছাড়া অন্যান্যদের মধ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, উপজেলা সমবায় অফিসার মির্জা ফারজানা শারমিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, গনমাধ্যমকর্মী, মহিলা নেত্রী, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

