কালীগঞ্জে জনসাধারণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণ প্রচারে ইউএনও
আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা, স্বাস্থ্য সুরক্ষা ও জনসাধারণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণ প্রচারে নেমেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক।
কালীগঞ্জ স্বদেশী প্রবাসী কল্যাণ ফোরামের উদ্যোগে শুক্রবার সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে ইউএনও মো. শিবলী সাদিকের নেতৃত্বে উদ্বুদ্ধকরণ এক প্রচারণা বের হয়ে পৌর সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে এক পথসভায় মিলিত হয়।
এসময় পৌর রাস্তায় চলাচলরত মাস্কবিহীন পথচারী, অটোরিকশা, ইজিবাইক, মাহিন্দ্র সহ বিভিন্ন যানবাহনের যাত্রী, চালক, হেলপার ও জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
সরকার সর্বস্তরের জনসাধারণকে মাস্ক পড়া বাধ্যতামূলক করলেও অনেকে সরকারের নির্দেশ মানছেন না। তাই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য মাস্ক পড়তে জনসাধারণকে উদ্বুদ্ধ করার লক্ষে কালীগঞ্জ স্বদেশী প্রবাসী কল্যাণ ফোরামের নেতৃবৃন্দদের সাথে নিয়ে সর্বস্তরের জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন ইউএনও।
‘স্বাস্থ্যবিধি মেনে চলি, রাষ্ট্রীয় আইন মান্য করি’। ‘অপ্রয়োজনে বাহিরে না যাই, মাস্ক ছাড়া সেবা নাই’ এই সব স্লোগানকে সামনে রেখে প্রচারণা চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান ও কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রবিন হোসেনসহ ফোরামের নেতৃবৃন্দ।

