কালীগঞ্জে চার ভিক্ষুককে পুর্নবাসন করলেন উপজেলা প্রশাসন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;
মুজিববর্ষ উপলক্ষে চার জন ভিক্ষুককে মুদির দোকান, গরু, রিকশা ও চাকরির ব্যবস্থার মাধ্যমে গাজীপুরের কালীগঞ্জে ভিক্ষুক পুর্নবাসন কার্যক্রমের উদ্বোধন করেছেন গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিক্ষুক পুর্নবাসন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম উপস্থিত হয়ে বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের ভিক্ষুক ফুল মেহের এর মেয়ের জামাই রাকিবুল হাসানের হাতে অটোরিকশার চাবি তুলে দেন তিনি।
এরপর বক্তারপুর ইউনিয়নের মাজুখান গ্রামের ভিক্ষুক ফাতেমা বেগমের মেয়েকে প্রাণ-আরএফএল কোম্পানীতে চাকরির ব্যবস্থা করে তার হাতে নিয়োগপত্র তুলে দেন জেলা প্রশাসক।
এর আগে জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিখোলা গ্রামে গিয়ে স্থানীয় ভিক্ষুক মোজাম্মেল হককে (৬০) মুদির দোকান বুঝিয়ে দেন। একই গ্রামের স্থানীয় আরেক ভিক্ষুক তানিয়া বেগমকে ভিক্ষাবৃত্তি থেকে দূর থাকার জন্য একটি গরু দিয়ে থাকেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এসএম আনোয়ারুল করিম, উপজেলা সমাজসেবা অফিসার মো.শাহাদৎ হোসেন, উপজেলা আমার বাড়ি আমার খামার প্রকল্প অফিসার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা আইসিটি অফিসার উদয় হোসেন মিল্টনসহ কর্মকর্তা কর্মচারীরা।

