কালীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:০২ AM, ০৩ ডিসেম্বর ২০২০

Spread the love

আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;

মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি উদযাপন ও সাংগঠনিক কর্মকান্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে বুধবার (২ ডিসেম্বর) বিকেলে কালীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরীর পরিচালনায় বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এসএম নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সদস্য মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, অ্যাডভোকেট মাকসুদ-উল আলম ও তাসলিমা রহমান লাভলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম তোরণ ও আব্দুল আজিজ আকন্দ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন খান কনক, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিউল কাদের নান্নু, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রবিন হোসেন, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামসহ নেতৃবৃন্দরা।

আপনার মতামত লিখুন :