কালীগঞ্জে উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় ও নাগরিক সমাবেশ
আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;
পৌরবাসীর জীবন মান উন্নতির লক্ষে যোগ্য ব্যক্তিকে পৌরসভার দায়িত্বে বসালে এলাকায় উন্নয়নের পরিধি বৃদ্ধি পাবে। এমনই উদ্দেশ্য নিয়ে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শনিবার (২ জানুয়ারি) দুপুরে ওয়ার্ডবাসীদের সাথে ৪৯ তম বিজয় উৎসব ও মুজিব বর্ষের আলোকে উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় ও নাগরিক সমাবেশের আয়োজন করেন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।
মতবিনিময় ও নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, মেয়র প্রার্থী ও কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবিন হোসেন, সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক শফিউল কাদের নান্নু, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ আমজাদ হোসেন স্বপন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য শহিদুল কাদের পাপ্পু, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মো. দেলোয়ার হোসেন, কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. মোফাজ্জল হোসেন ও ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন মুন্সী প্রমুখ।
প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি উপস্থিত ওয়ার্ডবাসীদের উদ্দেশ্যে বলেন, একটি দেশ উন্নয়ন হয় তখনই, যখন দেশের হাল ধরেন একজন যোগ্য নেতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য নেতৃত্বের গুণে দেশ স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সাড়ে তিন বছর দেশের উন্নয়নে কাজ করেছেন। এর মধ্যে তিনি দেশের বিভিন্ন সমস্যা সমাধান করে দেশ ও জনগণের জন্য কাজ করে গেছেন। বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক রেখে ব্যবসা-বাণিজ্যে অর্থনীতির চাকা সচল করেছিলেন। যারা বাংলাদেশ চায়নি, তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। যারা দেশের উন্নয়ন চায়নি, তারা রাজাকার আলবদরদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে এমপি. মন্ত্রী বানিয়ে বাংলার পতাকা গাড়িতে উড়ার সুযোগ করে দিয়েছে। বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির সবার ইচ্ছে ছিল নিজেদের আঁখের গোছানোর।
সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি আরও বলেন, ১২ বছর উন্নয়নের সাথে সম্পর্ক করেছি। বিগত সময় যুক্ত করলে কালীগঞ্জ উপজেলায় এতো উন্নয়ন হয়নি। নতুন শহর জেগে উঠেছে। উন্নয়নের সাথে পরিবর্তন হয়। সকলে মিলে বুঝালে নৌকার বিজয় হবে। পৌর মেয়র প্রার্থী রবিনের মার্কা নৌকা। নৌকা আমার মার্কা। নৌকাকে জয়যুক্ত করলে সম্মান বাড়বে। নতুন আঙ্গিকে পৌরসভাকে সাজাতে পারবো।

