কালীগঞ্জে অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ
আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বুধবার (২ ডিসেম্বর) বিকেলে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের অসহায় ও গরিব মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
কালীগঞ্জ পৌর আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বিপুর উদ্যোগে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন খান কনক, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিউল কাদের নান্নু, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম সিজুসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

