কালীগঞ্জে অপ্রধান শস্য উৎপাদনকারীদের মাঝে ঋণ বিতরণ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:০৬ AM, ২৮ জানুয়ারী ২০২১

Spread the love

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;

দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণে উৎসাহিত করতে কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম উপস্থিত হয়ে উপজেলার ১১ জন শস্য উৎপাদনকারীদের হাতে ঋণের এক লাখ পাঁচষষ্টি হাজার টাকা তুলে দেন তিনি।

অপ্রধান শস্য আদা, কাচা মরিচ, ভুট্রা, ডাল, সূর্যমুখী, পিয়াজ,রসুন চাষ করে চাহিদা পূরণ করে লাভবান হতে উদ্বুদ্ধ করণে বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ১৫ হাজার টাকা করে ১১ জন উৎপাদনকারীদের মাঝে ঋণ বিতরণ করেন উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম এর সভাপতিত্বে কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক।

আপনার মতামত লিখুন :