কার্নিভালে বাইক ষ্টান্ট দেখতে গিয়ে প্রাণ গেল ১৪ জনের
ডেস্ক রিপোর্ট;
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর ক্যালাবারে ভিড়ের মধ্যে একটি গাড়ি চাপা দিলে অন্তত ১৪ জন নিহত এবং আরো ২৪ জন আহত হয়েছে। সেখানে একটি জনপ্রিয় কার্নিভালে বাইকারদের স্টান্ট দেখার জন্য মানুষ ভিড় করেছিল। স্থানীয় সময় মঙ্গলবার এই ঘটনা ঘটে।
ঘটনার ঠিক পরের কিছু ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, সড়কে মৃতদেহগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। একমাস ধরে চলা এই কার্নিভালে বেশ কিছু ইভেন্ট থাকে। ২০০৪ সাল থেকে এই কার্নিভাল শুরু হওয়ার পর তা দেশি-বিদেশি পর্যটকদের কাছে দারুণ আকর্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এটি এখন আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ ‘স্ট্রিট পার্টি’ তে পরিণত হয়েছে। এই কার্নিভালে যোগ দিতে পুরো ডিসেম্বর জুড়ে নানা দেশ থেকে পর্যটকরা নাইজেরিয়া ভিড় জমান।
মঙ্গলবার দুর্ঘটনার দিন বাইকারদের প্যারেড ছিল। নানা রঙ-বেরঙের পোশাক পরে হাজার হাজার মানুষ ওই প্যারেডে যোগ দিয়েছিলেন।
পুলিশ জানায়, মদ্যপ একজন গাড়ি চালক ভিড়ের উপর গাড়ি চালিয়ে দেন। পুলিশ তাকে গ্রেফতার করেছে।
ক্রস রিভার রাজ্যের গভর্নর ওই দুর্ঘটনার পরপরই ওই দিনের প্যারেড বাতিল ঘোষণা করেন এবং দ্রুত তদন্তের আহ্বান জানান।
মঙ্গলবারের প্যারেড বাতিল হলেও বুধবার থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কার্নিভালের অনুষ্ঠান চলবে। আতশবাজি জ্বালিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর মধ্য দিয়ে ওই কার্নিভাল শেষ হয়।
সূত্র: বিবিসি
