“কাঠের কেল্লা”র সাথে সাংবাদিক সানু’র সম্পর্ক না থাকলেও ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:০১ PM, ০৯ জুলাই ২০২৩

Spread the love
নীহার রঞ্জন গোপ, বাহুবল (হবিগঞ্জ) সংবাদদদাতাঃ
হবিগঞ্জের বাহুবলে “কাঠের কেল্লা”নামে একটি অপরিচিত আইডিতে উপজেলার পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান মুদ্দত আলীর বলৎকারের অডিও সহ বিভিন্ন সংবাদ এবং ওই ইউনিয়নের ইউপি সদস্য লিটন এবং উপজেলার নানান খবর প্রকাশ করা হচ্ছে।
এতে ওই দুইজন চরমভাবে খুনিআসামির মত হয়ে উঠছেন। তারা কখনো সাংবাদিক আজিজুল হক সানুকে এই আইডির সংবাদদদাতা, আবার কেউকেউ পরিচালকও দাবী করে প্রচার করছেন এবং দায়ী করে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রাণী করে চলেছেন। যা সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি দেশবাসীকে অবগত করে বলেন, “কাঠের কেল্লা”নামে যে পেইজটি রয়েছে এরসাথে কোন সম্পর্ক নেই। কিন্তু একশ্রেণীর দালাল,বাটপার, চামচা, স্বার্থপরেরা নিজেদের অপকর্ম ঢাকতে গিয়ে হয়রাণী করে চলেছেন। তিনি আরও বলেন,যারাই সন্দেহ ও দোষারোপ করছে তারা আসলে মনুষ্যজাতি বা বিবেকবান নয়।

আপনার মতামত লিখুন :