কাউন্সিলর প্রার্থী হতে চান কালীগঞ্জ পৌর যুবলীগ সভাপতি

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৫৩ AM, ০৯ জানুয়ারী ২০২১

Spread the love

আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;

অবহেলিত এলাকার জনগণের আশা-আকাঙ্খা পূরণের লক্ষ্যে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি মো. বাদল মিয়া। ওয়ার্ড কাউন্সিলর প্রার্থিতা ঘোষণা দিয়ে তিনি প্রতিদিন তার সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রার্থনা করে বেড়াচ্ছেন। তিনি এলাকার সাধারন ভোটারের কাছে গিয়ে কুশল বিনিময় করে প্রথমে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এস এম রবিন হোসেনের জন্য নৌকায় ভোট চেয়ে তাকে কাউন্সিলর পদে ভোট দেয়ার জন্য অনুরোধ করছেন।

কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি মো. বাদল মিয়া এ প্রতিবেদককে জানান, কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড মুনশুরপুর, টেকপাড়া ও দড়িসোম এলাকা নিয়ে গঠিত। এই ওয়ার্ডটি দীর্ঘদিন যাবত বিভিন্ন উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। এই ওয়ার্ডটিতে বিভিন্ন শ্রমজীবী পেশার মানুষের বসবাস। এলাকাবাসীর প্রধান সমস্যা জলাবদ্ধতা। একটু বৃষ্টি হলে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।

এলাকাবাসীর দীর্ঘদিনের দুঃখ-কষ্ট দূর করতে আপনার করণীয় কী থাকবে এমন প্রশ্নের জবাবে সাবেক ছাত্রনেতা বাদল মিয়া বলেন, এলাকায় অপরিকল্পিত ভাবে বাড়িঘর করায় পানি বের হওয়ার সকল পথ বন্ধ হয়ে গেছে। এলাকায় সুপরিকল্পিতভাবে ড্রেনের ব্যবস্থার মাধ্যমে পানি নিষ্কাশন করে জলাবদ্ধতা দূর করবো। এলাকাবাসীর চলাচলের অনুপযোগী ছোট-বড় ও শাখা রাস্তাঘাটগুলো সংস্কারের মাধ্যমে প্রশস্ত করে জনসাধারণের চলাচলের উপযোগী করে তুলবো। লাইটিংয়ের ব্যবস্থার করে অন্ধকার ওয়ার্ডকে আলোকিত ওয়ার্ডে পরিণত করা হবে। এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগগুলো লাঘব করার উদ্দেশ্য নিয়ে কাউন্সিলর হয়ে এলাকার সাধারন জনগণের সেবায় একজন সেবক হয়ে কাজ করে যাবো।

স্থানীয় দলীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, মো. বাদল মিয়া ৪ নম্বর ওয়ার্ড মুনশুরপুর (টেকপাড়া) এলাকার মো. আজিমউদ্দিন ও সহিদা বেগেমের মেজো ছেলে। তিনি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। ১৯৯২ সালে তিনি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। ১৯৯৩ সালে কালীগঞ্জ শ্রমিক কলেজের ছাত্র সংসদ নির্বাচনে তিনি সমাজসেবা পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে তিনি কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন। পরে তিনি কালীগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক হিসেবে ৭ বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে থাকেন। নতুন পৌরসভা গঠিত হওয়ার পর তিনি ২ বছর পৌর যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি ৮ বছর ধরে কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি হিসেবে দলীয় কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি তিনি এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে এলাকাবাসীর কাছে একজন পছন্দের ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করেছেন।
তার সমর্থকরা জানান, নতুন মুখ মো. বাদল মিয়াকে ওয়ার্ড কাউন্সিলর হিসাবে এলাকাবাসী চান। এলাকার জনসাধারণের সাথে সুসম্পর্ক বজায়ে রাখার কারণে এলাকায় তার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। তার প্রতি এলাকার জনগণের সমর্থন রয়েছে।

আপনার মতামত লিখুন :